চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের ফাঁসি হলে পাকিস্তান নিন্দা প্রস্তাব করে উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, তাঁদের কেন গাত্রদাহ হয় তা আমি এখনো বুঝতে পারলাম না।
মঙ্গলবার রাতে বোয়ালখালী উপজেলা গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জয়বাংলা শ্লোগানকে বুকে ধারণ করে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, যে শ্লোগান নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই জয়বাংলা শ্লোগানকে যারা বিশ্বাস করে না, তারা বাংলাদেশকে বিশ্বাস করেন না।
উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান রানার সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল আলম জাহাঙ্গীর, মেলা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুল কাদের, মহাসচিব শাহনেওয়াজ হায়দার শাহীন, যুমনা অয়েল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মো. এয়াকুব, মুক্তিযোদ্ধা মো. ইছহাক চৌধুরী, অ্যাডভোকেট বিধান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন খোকন, নুরুল গণি শাহ, ছাত্রলীগ নেতা শফিকুল আলম, ওয়াসিম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১৫২ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
এমইউ/টিসি