ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রজন্ম ভাবনায় মানবতা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
প্রজন্ম ভাবনায় মানবতা

‘প্রজন্ম ভাবনায় মানবতা’ এ শ্লোগানে বুড্ডিস্ট হিউম্যানিটি এসোসিয়েশনের (বিএইচএ)'র অর্ধযুগ পুর্তিউৎসব শুক্রবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম: ‘প্রজন্ম ভাবনায় মানবতা’ এ শ্লোগানে বুড্ডিস্ট হিউম্যানিটি এসোসিয়েশনের (বিএইচএ)'র অর্ধযুগ পুর্তিউৎসব শুক্রবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

নগরীর নন্দনকাননস্থ ফুলকি অডিটোরিয়ামে দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অর্ধযুগ পূর্তিউৎসব পালন করা হবে।

 অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-চিত্রাঙ্কন, বৌদ্ধ সংগীত প্রতিযোগিতা, সম্মাননা ও আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হরিশংকর জলদাস, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাংগঠনিক সম্পাদক প্রীতিশ রঞ্জন বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি (যুব) এর সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া।

লতিফা সিদ্দিকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিমুল বড়ুয়ার উদ্বোধনে সভায় প্রধান আলোচক থাকবেন গৃহায়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া।

সংগঠনের উপদেষ্টা ও কাফকো’র সিনিয়র মেডিকেল অফিসার ডা. তরুণ তপন বড়ুয়ার সভাপতিত্বে সভায় কীর্তনীয়া ও সাবেক কাস্টমস কর্মকর্তা শাক্যপদ বড়ুয়া, বেতার ও টেলিভিশনের শিল্পী ত্রিদিব বড়ুয়া রানা ও বিএইচএ'র স্বাস্থ্য সম্পাদক ডা. সুদীপ্ত বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হবে।

গান, কবিতা, আলোচনা, কথামালায়, প্রতিযোগিতায় ও সংবর্ধনায় দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি সফল বড়ুয়া শ্রেষ্ঠ ও সাধারণ সম্পাদক শিবা চৌধুরী অনুরোধ জানিয়েছেন। একঝাঁক সৃষ্টিশীল বৌদ্ধ তরুণদের সমন্বয়ে গঠিত বুড্ডিস্ট হিউম্যানিটি এসোসিয়েশন (বিএইচএ) ২০১০ সালে আত্মপ্রকাশ করে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘন্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।