ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভর্তি পরীক্ষা শুরু

ক ক্লাস্টারে ৪ স্কুলে পরীক্ষার্থী ১১৮৮২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ক ক্লাস্টারে ৪ স্কুলে পরীক্ষার্থী ১১৮৮২ সরকারি স্কুলে ভর্তি পরীক্ষার সময় বাইরে অপেক্ষমাণ অভিভাবকরা (ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম)

নগরীর নয় সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) ক ক্লাস্টারের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হলো। ক ক্লাস্টারে ৪ স্কুলের ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

চট্টগ্রাম: নগরীর নয় সরকারি স্কুলে ৫ম থেকে ৯ম শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) ক ক্লাস্টারের ৫ম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হলো।

ক ক্লাস্টারে ৪ স্কুলের ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে ক ক্লাস্টারের ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির ভর্তি পরীক্ষা।

চলবে বেলা ১২ পর্যন্ত। একই দিন দুপুর ২টা থেকে ক ক্লাস্টারের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ক ক্লাস্টারে-কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ও সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার ১১ হাজার ৮৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী ১৪ হাজার ৪৪৩টি আবেদন জমা দেয়।  

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, নগরীর নয় সরকারি স্কুলে এবার ৫ম থেকে ৯ম শ্রেণির ৩ হাজার ৬৩৩ আসনে মোট আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৫২৪টি। নগরীর ২১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।  পরীক্ষার্থীদের আসন বিন্যাস ইতোমধ্যে বিজ্ঞপ্তি আকারে সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। ক ক্লাস্টারের ৪ স্কুলে ১১ হাজার ৮৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগহণ করছে। ২৩ ডিসেম্বর খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক ক্লাস্টারে ৫ম থেকে ৯ম শ্রেণিতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৪৪৩টি। এর মধ্যে ৫ম শ্রেণিতে ৮ হাজার ৪১৩টি, ৬ষ্ঠ শ্রেণিতে ২ হাজার ২৯৭টি, ৭ম শ্রেণিতে ৬০০টি, ৮ম শ্রেণিতে ৫৭২টি ও নবম শ্রেণিতে ২ হাজার ৫৬১টি।

এর মধ্যে কলেজিয়েট স্কুলে শুধুমাত্র পঞ্চম শ্রেণির ৩২০ আসনে জমা পড়েছে ৩ হাজার ৩০৪টি ও নবম শ্রেণির ১৪০ আসনে ১ হাজার ৫৮২টি।

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুধুমাত্র পঞ্চম শ্রেণির ৩২০ আসনে আবেদন জমা পড়েছে ৩ হাজার ২৬৬টি।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে (বালক শাখা) পঞ্চম শ্রেণির ১০০ আসনে আবেদন জমা পড়েছে ১ হাজার ২১৪টি, ৬ষ্ঠ শ্রেণির ১১০ আসনে ২ হাজার ২৯৭টি, ৭ম শ্রেণির ৩০ আসনে ৬০০টি, ৮ম শ্রেণির ৪০ আসনে ৫৭২টি ও ৯ম শ্রেণির ২০ আসনে ৫২১টি ।

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ২৪০ আসনে আবেদন জমা পড়েছে ৬২৯টি ও নবম শ্রেণির ৬০ আসনে ৪৫৮টি ।

২৩ ডিসেম্বর খ ক্লাস্টার এবং ২৬ ডিসেম্বর গ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ২০ হাজার ৭৭৬টি। এরমধ্যে ৫ম শ্রেণিতে ৭ হাজার ৭৪৫টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৭ হাজার ৪৯৯টি, ৭ম শ্রেণিতে ১ হাজার ১৯টি, ৮ম শ্রেণিতে ১ হাজার ৩১২টি ও নবম শ্রেণিতে ৩ হাজার ২০১টি। গ ক্লাস্টারে আবেদন জমা পড়েছে ১১ হাজার ৩০৫টি। এরমধ্যে ৫ম শ্রেণিতে ৪ হাজার ৫১১টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৩ হাজার ৪৮৪টি, ৮ম শ্রেণিতে ১ হাজার ৭৯টি ও নবম শ্রেণিতে ২ হাজার ২৩১টি।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।