চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়িতে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মরদেহ উদ্ধারের পর সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বাংলানিউজকে জানিয়েছেন, সংসারে অভাবের কারণে গলায় ফাঁস দিয়ে সোনিয়া আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে।
সোনিয়া আক্তার রিক্সাচালক আলাউদ্দিনের স্ত্রী। নগরীর পশ্চিম মাদারবাড়ির প্রগতি বেকারির গলিতে একটি সেমিপাকা কলোনিতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকেন আলাউদ্দিন।
সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বাংলানিউজকে জানান, দুই বছর আগে আলাউদ্দিন ও সোনিয়ার বিয়ে হয়। বিয়ের আগে সোনিয়া একটি পোশাক কারখানায় চাকরি করত। বিয়ের পর চাকরি ছেড়ে দিলে সংসারে অভাব-অনটনের সৃষ্টি হয়।
অভাবে ঘোচাতে আলাউদ্দিন রিক্সা চালানোর পাশাপাশি ভোরে এবং বিকেলে একটি হোটেলে রুটি বানানোর কাজ নিয়েছিল।
ওসি বলেন, অভাবের কারণে সংসারে ঝগড়া, মান-অভিমান হত। গত (মঙ্গলবার) রাতে আলাউদ্দিন রিক্সা নিয়ে বেরুনোর পর রাতে সোনিয়া গলায় ফাঁস দেয়। সকালে আলাউদ্দিন বাসায় এসে অনেকক্ষণ ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশিদের জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। গলায় প্যাঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে সোনিয়া আত্মহত্যা করেছে বলে ওসি জানান।
সোনিয়ার বাবা-মাসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছে জানিয়ে ওসি বলেন, আলাউদ্দিনও ঘটনাস্থলে আছেন। আত্মহত্যা নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভাবের কারণেই আত্মহত্যা করেছে বলে তারা আমাদের জানিয়েছেন।
এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি