ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরি

চট্টগ্রাম: দেশের স্বাস্থ্যখাত সংস্কারের মাধ্যমে রোগীবান্ধব হাসপাতাল গড়ে তোলা, রোগীদের বিদেশমুখিতা কমানো এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার ব্যাপারে কাজ করবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।  

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী-নার্সসহ অংশীজনদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সদস্যরা।

 

স্বাস্থ্যখাত সংস্কার কমিশন সদস্য ডা. আজহারুল ইসলাম খান বলেন, রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে জনগণের কাছ থেকে পরীক্ষা ও ওষুধের খরচ যাতে বেশি রাখতে না পারে সেটি নিয়ে কাজ করছে কমিশন।

 

এরআগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বীর উত্তম শাহ আলম অডিটোরিয়ামে বিভিন্ন অংশীজনের সঙ্গে একটি মতবিনিময় সভা সংস্কার কমিশনের সদস্যরা। এতে চট্টগ্রামের চিকিৎসা সেবার মানোন্নয়ন সহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম জেলার  সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট অংশীজনরা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।