চট্টগ্রাম: নগরীতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো.দুলাল (২৮) নামে এক দোকানদারকে আটক করেছে পুলিশ। ইসমান নামে ওই শিশু দুলালের মুদির দোকানে কাজ করত।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দুলালকে নগরীর হামজারবাগে দোকান থেকে আটক করে থানায় নেয়া হয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, ইসমান চারদিন আগে দুলালের দোকানে কাজ নেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুলালকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান ওসি।
দুলালের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।
ইসমানের বাবা রফিক মিয়ার বাড়ি বরিশাল। নগরীর হামজারবাগে একটি বস্তিতে তারা থাকে বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরডিজি/টিসি