চট্টগ্রাম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, সাংবাদিকরা নিজেদের ব্যাক্তি জীবনের অনেক সুখ-স্বাচ্ছন্দ ভুলে এ মহান পেশায় মনোনিবেশ করেন। তাদের সুখ-দুঃখের সাথী হওয়া প্রত্যেক বিবেকবান মানুষের উচিত।
সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও নানা খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের ধারাবাহিক আয়োজনের জন্য বিএসজেএ’র প্রশংসা করেন তিনি। একই সাথে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হ্যামার স্ট্রেংথের চেয়াম্যান সৈয়দ রুম্মান আহমেদের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদশে স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়শেন-বিএসজেএ চট্টগ্রাম আয়োজিত হ্যামার স্ট্রেংথ মিডিয়াকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর লালখান বাজার মোড়ের পিটস্টপ রেস্তোরায় বিএসজেএ সভাপতি শাহনেওয়াজ রিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক হাছান মুরাদ বিপ্লব, স্পন্সর প্রতিষ্ঠান হ্যামার স্ট্রেংথের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহমেদ।
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মুমেন্টাম ও প্রাইজমানি গ্রহণ করেন দৈনিক পূর্বকোণের দেবাশীষ বড়ুয়া দেবু ও শ্ওকত ওসমান জুটি। রানার্স আপ চ্যানেল টোয়েন্টিফোরের আবু জাহেদ ও সেলিম উল্লাহ জুটিও নেন প্রাইজমানিসহ বিএসজেএ মুমেন্টাম। এছাড়াও দুই সেমি-ফাইনালিস্ট বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সোহেল সরওয়ার ও সুবল বড়ুয়া এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুপম শীল ও মোহাম্মদ আলমগীর জুটিদেরও মুমেন্টাম প্রদান করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন সম্পাদক দিদারুল আলম, বিএসজেএ সেক্রেটারী রুবেল খান, কোষাধ্যক্ষ সঞ্জয় বড়ুয়া, চ্যানেলটোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কামাল পারভেজ, দৈনিক আজাদীর ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সুপ্রভাতের ক্রীড়া সম্পাদক আবু জাফর হায়দার, বাংলাদেশ বেতারের তমাল চৌধুরী, নিউ এজের মজুমদার নাজিম, পূর্বদেশের ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক গোলাম মাওলা মুরাদ, দৈনিক সমকালের সরোয়ার সুমন, দৈনিক যুগান্তরের লোকমান হোসেন, ইনকিলাবের ক্রীড়া সম্পাদক তাপস বড়ুয়া রুমু, জামাল হাওলাদার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঞণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসবি/টিসি