চট্টগ্রাম: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রে স্বাচিপ সমর্থিত ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর প্যানেল জয়লাভ করেছে।
বৃস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সমর্থিত প্যানেলটি বড় ব্যবধানে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ডা. নাসির উদ্দীন মাহমুদ-ডা. আ ম ম মিনহাজুর রহমান প্যানেলকে পরাজিত করেন।
মুজিব-ফয়সাল প্যানেল:
সভাপতি ডা. মুজিবুল হক খান, সহ-সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম, ডা. মো. সেলিম আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আরিফুল আমীন, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. রবিউল করিম, সাংগঠনিক সম্পাদক ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. নূর হোসেন শাহীন, দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, সমাজসেবা সম্পাদক ডা. মো. আবুল কাশেম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. সত্যজিৎ রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. নুর উদ্দীন জাহেদ।
কার্যনির্বাহী সদস্য ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. মো. মাহবুব আলম, ডা. প্রীতি বড়ুয়া, ডা. মো. রিজোয়ান রেহান, ডা. মো. শাহ আলম সবুজ, ডা. মো. আকবর হোসাইন ভূঁইয়া, ডা. এএএম শাহেদ পারভেজ খান, ডা. হোসেন আহমদ, ডা. অসীম কুমার চৌধুরী ও ডা. কামাল উদ্দিন মজুমদার।
এ বিষয়ে ডা. মুজিব বাংলানিউজকে বলেন, আমাদের শক্তি চিকিৎসক সমাজ। এ সফলতা চিকিৎসক সমাজের। চার বছর আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার আমরা বাস্তবায়ন করেছি। এবারের অঙ্গীকারও চিকিৎসক সমাজকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করবো।
ডা. ফয়সল ইকবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, এ বিজয় অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির, অসৎ শক্তির বিরুদ্ধে সৎ শক্তির জয়। আমরা চার বছর চট্টগ্রামের চিকিৎসক সমাজের সুখে-দুঃখে ছিলাম বলে তারা মূল্যায়ন করেছেন। আমরা চিকিৎসক সমাজের কাছে কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমাদের ট্রাস্ট ফান্ডে ১০ কোটি টাকা আছে, সেগুলো দিয়ে আমাদের সন্তানদের জন্য একটি স্কুল করবো। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করবো।
প্রতিদ্বন্দ্বি প্যানেলের ডা. আ ম ম মিনহাজুর রহমান বাংলানিউজকে বলেন, গত বিএমএ নির্বাচনে চিকিৎসকরা ভোটাধিকার হারিয়েছিলেন। এবার তা ফিরিয়ে আনতে পেরেছি। এ প্রক্রিয়ায় যারা জড়িত ছিল সবার প্রতি কৃতজ্ঞতা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে নগরীর ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত একটানা তিন হাজার ৩৫৯ জন ভোটার ভোট দেন। সন্ধ্যা সাতটায় ভোট গণনা শুরু হয়। এরপর কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
দোতলার বড় একটি কক্ষে ভোট গণনা স্থলে দুই প্যানেলের ৩২ জন করে কাউন্টিং এজেন্ট ও নির্বাচন পরিচালনা কমিটির কাউন্টিং অফিসাররা ছিলেন। কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে এসময় অপেক্ষা করেন সাংবাদিকরা।
সন্ধ্যায় কেন্দ্র পরিদর্শন করেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য।
নগর পুলিশের এডিসি সাউথ শাহ মো. আবদুর রউফ বাংলানিউজকে বলেন, কেন্দ্রের ভেতরে-বাইরে তিন শতাধিক পুলিশ রয়েছে। বাইরে সাদা পুলিশে প্রচুর পুলিশ রয়েছে। কে কী করছে সব তথ্য আমাদের কাছে আছে।
পুলিশ ছাড়াও বিপুলসংখ্যক র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে জামালখান এলাকায়।
**চট্টগ্রাম বিএমএ নির্বাচনে মুজিব-ফয়সল প্যানেল এগিয়ে
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এআর/এসবি/টিসি/এনটি