চট্টগ্রাম: নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট স্কুল। ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে আলোকবর্তিকা হয়ে স্বমহিমায় আলো ছড়াচ্ছে দেশে-বিদেশে।
শতবর্ষের ইতিহাসের সাক্ষী কলেজিয়েট স্কুলের গৌরবময় ১৮০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উৎসব।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। শুধু নোবেল বিজয়ী ড. ইউনূসই নন, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এ স্কুলে পড়ালেখা করেছেন।
তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীন, সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দীন আহমেদ এফসিএ, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জনপ্রিয় লেখক ও সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ, প্রখ্যাত শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, লেখক ও শিক্ষাবিদ ড. মু. জাফর ইকবাল, ভারত কংগ্রেসের সাবেক সভাপতি জেএম সেনগুপ্ত, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্ণর জাকির হোসেন, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, ড. মনোয়ার হোসেন, ড. মুস্তাফা নূরউল ইসলাম, লেখক ও বিজ্ঞানী আবদুলাহ আল মূতি শরফুদ্দীন, নাট্যকার আবুল হায়াত, আতাউর রহমান, কবি নবীন চন্দ্র সেন, আবৃত্তিকার-স্থপতি কাজী আরিফ, আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু প্রমুখ।
কালে কালে কলেজিয়েট স্কুল এমন অনেককে গড়ে তুলেছে, যারা শুধু প্রতিষ্ঠিত হননি, দেশ-বিদেশে রয়েছে তাদের সুখ্যাতি। ঐতিহ্যের সেই ধারা এখনও ধরে রেখেছে স্কুলটি।
তিন দিনব্যাপী জমকালো আয়োজনে আরও রয়েছে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, স্মৃতিচারণ, র্যাফেল ড্র, রক্তদান কর্মসূচি।
এর আগে ২০১১ সালে প্রাক্তন ছাত্রদের সংগঠন কলেজিয়েটস এর আয়োজনে সফলতার সঙ্গে তিন দিনব্যাপী ১৭৫ বছর পূর্তি উৎসব পালন করা হয়।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আইএসএ/টিসি