চট্টগ্রাম: টেলিযোগাযোগ বিপ্লবের সঙ্গী চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানাতে শুক্রবার নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে বসতে যাচ্ছে সঙ্গীত শিল্পীদের মিলনমেলা। জনতার উৎসব রাঙাতে নিজেদের পুরনো তীর্থে যাবে দেশের খ্যাতিমান বেশ কয়েকজন শিল্পী।
মোবাইলফোন অপারেটর এয়ারটেলকে একীভূত করার পর রবি আজিয়াটা লিমিটেড তাদের ‘সুইট হোম’ চট্টগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে আরও উদ্ভাবনী সেবা সম্ভার সমৃদ্ধ করার প্রতিশ্রুতি নিয়ে এ আয়োজন করছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানায়, কোনো বহুজাতিক কোম্পানি হিসেবে রবিই প্রথম দেশের গুরুত্বপূর্ণ বিভাগ চট্টগ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়ে আয়োজন করছে ‘ডাকছে চট্টগ্রাম’ অনুষ্ঠান। ব্যান্ড তারকা জেমসের গানে উতল হয়ে উঠবে শুক্রবারের চট্টগ্রাম। সাথে থাকবেন তার পুরনো ‘নগর’ বাউল দলের সদস্যরাও। তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ব্যান্ডদল মাইলসও গাইবে এ উৎসবে। চিরকুট, শূন্য, অর্থহীন, নেমেসিস ব্যান্ডের পাশাপাশি বাপ্পা মজুমদার, কনা ও এলিটা গাইবেন এ আয়োজনে।
ধন্যবাদ জানানোর এ জমকালো রাতে চট্টগ্রামের কৃতিদের সম্মাননা জানাবে রবি। ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ সম্মাননা জানানো হবে বিশিষ্টজনদের।
অনন্য এ আয়োজন-উৎসব চট্টগ্রামবাসীকে দীর্ঘ সময় ধরে রবি’র সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ হিসাবে উল্লেখ করে অপারেটরটির সিইও মাহতাব উদ্দিন বলেন, চট্টগ্রাম ও রবি অভিন্ন। আমরা চট্টগ্রাম বিভাগসহ দেশের তিন কোটি গ্রাহকের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের সাথে আছেন। আমাদের পছন্দ করেন এবং ভালোবাসেন। তাদের এ ভালোবাসার প্রতি আমদের কৃতজ্ঞতা। ধন্যবাদ বীর চট্টগ্রাম।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আইএসএ/টিসি