ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোতোয়ালীতে বাসচাপায় শিশু নিহত

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
কোতোয়ালীতে বাসচাপায় শিশু নিহত

নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসচাপায় কামরুন নাহার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।  শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম: নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসচাপায় কামরুন নাহার (৮) নামে এক শিশু নিহত হয়েছে।  শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে।

 

নিহত শিশু কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের বাসিন্দা ওসমান গণির মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বাংলানিউজকে জানান, মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কোতোয়ালী মোড়ে টেম্পো থেকে নেমে রাস্তার পাশে অপেক্ষা করছিল তারা।  এসময় লালদীঘি থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ‍শিশুটিকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।