ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কলেজিয়েট স্কুলের পূর্তি উৎসব উদ্বোধন করলেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
কলেজিয়েট স্কুলের পূর্তি উৎসব উদ্বোধন করলেন ড. ইউনূস কলেজিয়েট স্কুলের পূর্তি উৎসব উদ্বোধন করলেন ড. ইউনূস। ছবি:উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কমফোর.কম

১৮৩৬ সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট স্কুলের পথচলা শুরু হয়। গৌরবের ১৮০ বছরপূর্তি  উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে: ১৮৩৬ সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কলেজিয়েট স্কুলের পথচলা শুরু হয়। গৌরবের ১৮০ বছরপূর্তি  উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও আজাদী সম্পাদক এম এ মালেক, ১৮০ বছরপূর্তি উৎসব ও উদযাপন কমিটির আহবায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্য সচিব মো. মোস্তাক হোসাইনসহ স্কুলের হাজারো সাবেক শিক্ষার্থী।

সৌহার্দ্য বিনিময় শেষে মঞ্চে আসন গ্রহণ করেন অতিথিরা।  

সকাল থেকেই কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করেন। পুরনো বন্ধুদের ফিরে পেয়ে, অনেক সাবেক শিক্ষার্থী ক্যামেরাবন্দি হচ্ছেন সেলফিতে।

তিন দিনব্যাপী জমকালো আয়োজনে আরও রয়েছে গুণীজন সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র, রক্তদান কর্মসূচি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।