চট্টগ্রাম: মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে একটি মহল এদেশের সংস্কৃতি, ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চায়। ধর্মের দোহাই দিয়ে বাংলা ভাষাভাষীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা নতুন কোন কৌশল নয়।
শুক্রবার দক্ষিণ বাকলিয়ার লিটল বার্ডস কিন্ডার গার্টেন স্কুলে নূর হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে দিনব্যাপী রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতির জন্মের ইতিহাস আছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য আছে। ধর্ম কখনো আমাদের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্যের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। আমাদের ছয় ঋতুর উৎসব, হালখাতা, পিঠাপুলির উৎসব এসবই সংস্কৃতি। আমাদের শিশুদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
নগর যুবলীগের সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মো. বখতেয়ার ফারুকের সভাপতিত্বে ও নগর যুবলীগ নেতা মো. জাবেদ হোসেনের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহম্মদ, আশরাফুল গণি, হোসেন সরওয়ারর্দ্দী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ আলম, যুগ্ম সম্পাদক মো. একরাম রানা, লিটল বার্ডস কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি লিটন দাশ, ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মামুন উর রশিদ, মহিম উদ্দিন, নগর ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক আবু জিহাদ চৌধুরী, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা এস.এম মুকিত, মো. নোমান, মো. তানভীর, মো. ফরিদ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। রক্তদান কর্মসূচিতে শিমুল কান্তি দাশের সার্বিক তত্ত্বাবধানে মোট একশ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান কর্মসূচিতে সাহায্য করেন ব্লাড সংগ্রহকারী সংগঠন সন্ধানী। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আইএসএ/টিসি