চট্টগ্রাম: পুলিশের গাড়ি সংকট সমাধানে এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে সরাসরি দেওয়া বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি। ঢাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের কারণে অনুষ্ঠানে আসতে না পারায় মন্ত্রী দুঃখ প্রকাশ করেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, জিপিএইচ পুলিশ বাহিনীর জন্য বেশকিছু গাড়ির ব্যবস্থা করেছে। আমি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গাড়ির সংকট সমাধানে পুলিশকে গাড়ি দিয়ে সহযোগিতা করুন।
অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার নূর-ই-আলম মিনাসহ জিপিএইচ এর কর্মকর্তারা উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি