চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
শুক্রবার নগরীর জিইসি মোড়ে হোটেল ওয়েল পার্কে সপ্তদশ কমিটির বার্ষিক সাধারণ সভায় অষ্টাদশ নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সভাপতি কাজী জাওয়াদ।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাফিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আতাউর রহমান।
সিইউডিএস’র মডারেটর অধ্যাপক ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সংগঠন টিকে থাকা কিংবা অগ্রসর হওয়া নির্ভর করে যোগ্য নেতৃত্বের উপর। অতীতে সিইউডিএস প্রমাণ করেছে তাদের শাণিত যুক্তির আড়ালে বলিষ্ঠ নেতৃত্বের দক্ষতাকে। আশা করি সিইউডিএসের নতুন কমিটি তাদের যোগ্যতা প্রমাণে সক্ষম হবে।
অনুষ্ঠানে সিইউডিএস’র বার্ষিক রিপোর্ট পেশ করেন সপ্তদশ কমিটির সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিন। বিদায়ী সভাপতি কাজী জাওয়াদ হোসেন এবং সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা ফারিনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি।
পরে সিইউডিএস’র বর্ষসেরা বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিইউডিএস মডারেটর অধ্যাপক ড. ইমরান হোসেন। এ বছর সিইউডিএস’র সেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পেয়েছেন কাজী জাওয়াদ। বর্ষসেরা ইংরেজি বিতার্কিকের সম্মাননা পেয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মুহাম্মদ আবু ফয়সাল।
একই সাথে সেরা বাংলা বিতার্কিক নির্বাচিত হয়েছে আইন বিভাগের চতুর্থ বষের্র ছাত্র রাফিউল ইসলাম। বর্ষসেরা উদীয়মান বিতার্কিক নির্বাচিত হয়েছে কাজী নুসরাত আরিফ নাবিলা। সাংগঠনিক দক্ষতা পদক লাভ করে রকিবুল হাসান শান্ত, হিমাদ্রি শেখর নাথ ও রুমেন চাকমা। বর্ষসেরা সংগঠক হিসেবে পদক পেয়েছেন আতাউর রহমান। বর্ষসেরা নবীন কর্মীর পদক লাভ করেন ইন্তিসার বিন ইসমাইল, মুশফিকুর রহমান সুমন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জেইউ/আইএসএ/টিসি