চট্টগ্রাম: নগরীতে বিপুল পরিমাণ স্যাটেলাইট ফোন ও অয়্যারলেস সেটসহ ৪ জনকে আটক করেছে র্যাব।
রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী থানার গোলাম মোস্তফা মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, আমরা বিপুল পরিমাণ স্যাটেলাইট ফোন, অয়্যারলেস সেটসহ কমিউনিকেশন ও নেভিগেশন আইটেম উদ্ধার করেছি। সরকারি লাইসেন্স ছাড়া কারও কাছে এসব সরঞ্জাম রাখা অবৈধ।
যেসব স্যাটেলাইট ফোন, অয়্যারলেস সেট উদ্ধার করা হয়েছে সেগুলো পাহাড়ি এলাকার সন্ত্রাসীরা ব্যবহার করেন বলে জানিয়েছেন মিফতাহ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
আরডিজি/টিসি