ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জেএমসেন হলে স্বরূপানন্দের আবির্ভাব উৎসব সোমবার শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
জেএমসেন হলে স্বরূপানন্দের আবির্ভাব উৎসব সোমবার শুরু

চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর আয়োজনে ২ দিনব্যাপী স্বামী স্বরূপানন্দ পরহংসদেবের আবির্ভাব উৎসব নানান অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হবে।

চট্টগ্রাম: চট্টগ্রাম অখণ্ড মণ্ডলীর আয়োজনে ২ দিনব্যাপী স্বামী স্বরূপানন্দ পরহংসদেবের আবির্ভাব উৎসব নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সোমবার থেকে শুরু হবে।

নগরীর জেএমসেন হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, সোমবার (২৬ ডিসেম্বর) সকালে হরি কীর্তন সহকারে নগর পরিক্রমা, চট্টগ্রাম অখণ্ড মণ্ডলী যুব শাখার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান, শিশু কিশোরদের স্বরূপানন্দ বাণী লিখন, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা।

ডা. মৃদুল কান্তি দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন ডা. দিলীপ দে। আলোচক থাকবেন ডা. মো. মিনহাজ উদ্দিন তাহের, ডা. অরুণ কুমার মিত্র, ডা. ভজন কুমার তলাপাত্র, ডা. লাকী রক্ষিত।

একই দিন বিকেলে সাড়ে ৩টায় ‘যুব ও নারী সমাজের চরিত্রগঠনে স্বামী স্বরূপানন্দ’ শীর্ষক আলোচনা সভা। চট্টগ্রাম অখণ্ড মণ্ডলী যুব শাখার সহ সভাপতি সুবীর বণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি থাকবেন প্রফেসর রূপেশ চৌধুরী। মূখ্য আলোচক থাকবেন প্রবর্তক সংঘের সাবেক সম্পাদক মীরা সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম চট্টগ্রাম ব্যুরো এডিটর ও চট্টগ্রাম ওয়াসা পরিচালনা বোর্ডের সদস্য তপন চক্রবর্তী, এনায়েতবাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরীণ সবুর।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বিশেষ সমবেত উপাসনা, দীক্ষা গ্রহণ, যৌগিক আসন-মুদ্রা প্রদর্শন, শিশু কিশোরদের অনুষ্ঠান ‘জাগাও সুপ্ত প্রাণ’, সংগীতানুষ্ঠান ‘ঐ মহামানব আসে’ ও বিকেল সাড়ে ৩টায় আলোচনা সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। উৎসব উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক চিত্তপ্রসাদ তালুকদারের সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক ছিলেন স্বামী শক্তিনাথানন্দ মহারাজ।

বিশেষ অতিথি থাকবেন শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ, সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রূদ্র, সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, চবি পালি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, চবি ইংরেজী বিভাগের প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অরবিন্দ পাল অরুণ, সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি অশোক কুমার নাথ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।