ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কচিকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুগ্ধ দর্শক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
কচিকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুগ্ধ দর্শক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন পর্বে অতিথিরা

পরনে পাজামা-পাঞ্জাবির ওপর মুজিব কোট। ইয়া বড় গোফ। চোখে চশমা। বিচারকদের সামনে এসে শুনালেন সাতই মার্চের অমর কবিতাখানি ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’

চট্টগ্রাম: পরনে পাজামা-পাঞ্জাবির ওপর মুজিব কোট। ইয়া বড় গোফ।

চোখে চশমা। বিচারকদের সামনে এসে শুনালেন সাতই মার্চের অমর কবিতাখানি ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা। ’

ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ইশরাফুজ্জামানের কচিকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুগ্ধ হলো জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপস্থিত পাঁচ শতাধিক মানুষ। হাততালি দিয়ে তারা অভিনন্দন জানাল, প্রেরণা জোগাল ছোট্ট বন্ধুটিকে। এর মধ্যে আড়াইশ প্রতিযোগী ছিল।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার দৃশ্য এটি। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আবৃত্তি, নৃত্য আর চিত্রাঙ্কন বিভাগে প্রতিযোগিতা হচ্ছে এবার। চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতায় শিশুরা

প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য সাবিহা নাহার বেগম। এ পর্বে অতিথি ছিলেন নারী কাউন্সিলর আনজুমান আরা বেগম, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু প্রমুখ।

উদযাপন পরিষদের আহ্ববায়ক মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সদস্যসচিব আবদুল হালিমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মহানগর সভাপতি, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু, সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এমএ মারুফ,  সহ-সভাপতি আসাদুজ্জামান খান, আবু সিদ্দিক, মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মো. দিদার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাবেদ হোসেন, বাপ্পি চৌধুরী, হুমায়ুন মোর্শেদ সিদ্দিকী, আবদুল হালিম, রাশেদ উদ্দিন পারভেজ, আদিল কবির, সাইফুল ইসলাম মারুফ, সোহেল হোসেন, সৌমেন তালুকদার, আনিসুল ইসলাম, দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট রিগান প্রমুখ।

আমিনুল হক বাবু বাংলানিউজকে জানান, বিকেল তিনটায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক ফারুক। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব।       

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬

এআর/আইএসএ/টিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।