ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জেলা পরিষদ

২০ সদস্য নির্বাচিত ঘোষণা

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
২০ সদস্য নির্বাচিত ঘোষণা

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুস সালাম ও ২০ সদস্য নির্বাচিত হয়েছেন।  বুধবার (২৮ ডিসেম্বর)  ১৫টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুস সালাম ও ২০ সদস্য নির্বাচিত হয়েছেন।   বুধবার (২৮ ডিসেম্বর)  ১৫টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১৫ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
  ভোটগণনা শেষে সদস্য পদে ১৩ জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাঁশখালী ১৩ নম্বর কেন্দ্রে সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 
১৪ সদস্যপদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে বাঁশখালীর সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয় নি।

সাধারণ সদস্যপদে নির্বাচিতরা হলেন- ২ নম্বর ওয়ার্ডে আ ম ম দিলসাদ (হাতি) ৯৫ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে আফতাব খান (তালা) ১১৯ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে জাফর আহমেদ (টিউবওয়েল) ৬০ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে শওকত আলম শওকত (তালা) ৫১ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে ড. মাহমুদ হাসান (অটোরিকশা) ৭৫ ভোট, ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইউনুছ (তালা) ১১৪ ভোট, ১০ নম্বর ওয়ার্ডে দেবব্রত দাশ (তালা) ৮৫ ভোট, ১১ নম্বর ওয়ার্ডে আবু আহমেদ চৌধুরী (তালা) ১৭৮ ভোট, ১৪ নম্বর ওয়ার্ডে মো. জসীম উদ্দীন (হাতি) ৭৪ ভোট, ১৫ নম্বর ওয়ার্ডে আনোয়ার কামাল (অটোরিকশা) ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস্যপদে নির্ধারিত ২ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট উম্মে হাবিবা (বই) ১৯৯ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে রেহেনা বেগম চৌধুরী (দোয়াত কলম) ৩০৭ ভোট, ৫ নম্বর ওয়ার্ডে শাহিদা আক্তার জাহান (হরিণ) ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসবি/ টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।