ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৯০.৭৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৯০.৭৫ চট্টগ্রামে জেএসসিতে পাসের হার ৯০.৭৫। ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।  এছাড়া এবার জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

চট্টগ্রাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।   এছাড়া এবার জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, দুপুর সাড়ে বারটা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবে।

এছাড়া স্কুল থেকেও ফলাফল জানা যাবে।

পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষায় নিজ নিজ রোল নম্বর ও স্কুলের নাম দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া মোবাইল অপারেটরগুলো থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এবছর জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ২১১টি কেন্দ্রে মোট ১ লাখ ৮১ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮১ হাজার ৮২৫ জন, ছাত্রী ৯৯ হাজার ৮২৭ জন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।