ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লামায় দেশিয় মদসহ রাখাইন যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
লামায় দেশিয় মদসহ রাখাইন যুবক আটক লামায় দেশিয় মদসহ রাখাইন যুবক আটক

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর থেকে ১ লাখ ৭১ হাজার ১০ লিটার দেশিয় মদসহ কালা মার্মা (৩৮) নামে এক রাখাইন যুবককে আটক করেছে র‌্যাব। 

কক্সবাজার: বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর থেকে ১ লাখ ৭১ হাজার ১০ লিটার দেশিয় মদসহ কালা মার্মা (৩৮) নামে এক রাখাইন যুবককে আটক করেছে র‌্যাব।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

আটক যুবক একই এলাকার থুয়াই খাইংয়ের ছেলে।

উদ্ধার করা মদের মধ্যে লামার নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা বিনতে আমিনের উপস্থিতিতে ১ লাখ ৭১ হাজার লিটার মাদক ধ্বংস করা হয়।

বাকি ১০ লিটার দেশিয় তৈরি মদসহ আটক যুবককে লামা থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আশেকুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৬

টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।