ঢাকা, বুধবার, ২ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাসের হারে শহরের চেয়ে গ্রাম এগিয়ে

সুবল বড়ুয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পাসের হারে শহরের চেয়ে গ্রাম এগিয়ে ফল ঘোষণার পর শিক্ষার্থীদের উল্লাস, ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবছর পাসের হারে শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। নগরীর ৬টি সহ চট্টগ্রাম জেলা ২০ শিক্ষা থানার মধ্যে এবছর পাসের হারে এগিয়ে রয়েছে সাতকানিয়া উপজেলা। তবে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে কোতোয়ালী থানা এগিয়ে রয়েছে।

চট্টগ্রাম: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবছর পাসের হারে শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে। নগরীর ৬টি সহ চট্টগ্রাম জেলা ২০ শিক্ষা থানার মধ্যে এবছর পাসের হারে এগিয়ে রয়েছে সাতকানিয়া উপজেলা।
তবে জিপিএ-৫ প্রাপ্তির ভিত্তিতে কোতোয়ালী থানা এগিয়ে রয়েছে।
 
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নগরীর কোতোয়ালী, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, বন্দর, ডবলমুরিং শিক্ষা থানাসহ চট্টগ্রামের ১৪ উপজেলা সহ ২০ শিক্ষা থানায় এবার পাসের হার ৯৭.৫২ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী।
 
এবছর পাসের হারে সাতকানিয়া উপজেলা ৯৯.৯৪ শতাংশ নিয়ে ১ম স্থানে রয়েছে। এ উপজেলায় ৭ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৭১১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩৬ জন। গতবছর এ উপজেলায় পাসের হার ছিল ৯৭.৮৫ শতাংশ।
 
৯৯.৬৩ শতাংশ পাসের হার নিয়ে ২য় অবস্থানে রয়েছে হাটহাজারী উপজেলা। এ উপজেলায় ৮ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৫৪৪ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩৬ জন। গতবছর এ উপজেলায় পাসের হার ছিল ৯৬.২৫ শতাংশ।
 
৯৯.৩৫ শতাংশ পাসের হার নিয়ে ৩য় অবস্থানে রয়েছে আনোয়ারা উপজেলা। এ উপজেলায় ৬ হাজার ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭০ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯২ জন। গতবছর এ উপজেলায় পাসের হার ছিল ৯৭.৬৯ শতাংশ।
 
৯৯.৩৩ শতাংশ পাসের হার নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে বাঁশখালী উপজেলা। এ উপজেলায় ১১ হাজার ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৬৫ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫০ জন। গতবছর এ উপজেলায় পাসের হার ছিল ৯৯.১৭ শতাংশ।
 
৯৯.২৫ শতাংশ পাসের হার নিয়ে ৫ম অবস্থানে রয়েছে রাউজান উপজেলা। এ উপজেলায় ৬ হাজার ৪০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭৫ জন। গতবছর এ উপজেলায় পাসের হার ছিল ৯৯.৫৮ শতাংশ।
 
পাসের হারে প্রথম থেকে ৫ম অবস্থানে শহরের কোন থানার অবস্থান নেই। সেই হিসেবে উপজেলার শিক্ষার্থীরা শহরের শিক্ষা থানার চেয়ে এগিয়ে রয়েছে।
শহরের চেয়ে গ্রামের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে এ প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বাংলানিউজকে বলেন, শহরে কিছু এনজিও স্কুল রয়েছে। শিক্ষার্থীরা সারাবছর অধ্যয়ন করে, অনেকে পরীক্ষায় অংশ নেয় না। এছাড়াও শহরে ভাসমান লোকের সংখ্যা বেশি। অনেকে চাকরির বদলিজনিত কারণে একই স্কুলে পড়তে পারে না। তাই শহরে পাসের হার কমে যায়। তবে পাসের হারে গ্রাম এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শহরের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।   
 
৯৯.১৫ শতাংশ নিয়ে ৬ষ্ঠ অবস্থানে স্বন্দ্বীপ উপজেলা, ৯৯.১৪ শতাংশ নিয়ে ৭ম অবস্থানে নগরীর বন্দর থানা, ৯৮.৯১ শতাংশ নিয়ে ৮ম অবস্থানে চন্দনাইশ উপজেলা, ৯৮.৫৭ শতাংশ নিয়ে ৯ম অবস্থানে রাঙ্গুনিয়া উপজেলা এবং ৯৮.৫৩ শতাংশ নিয়ে দশম অবস্থানে রয়েছে পটিয়া উপজেলার শিক্ষার্থীরা।
 
বেড়েছে অনুপস্থিতি: গতবছরের চেয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবছর অনুপস্থিতির সংখ্যা বেড়েছে। এবছর ১ লাখ ৬১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৬১ জন শিক্ষার্থী। যা গতবছর ছিল ৪ হাজার ২৩৬ জন।
 
কমেছে অকৃতকার্য: গতবছরের চেয়ে এবছর কমেছে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা। এবছর ১ লাখ ৫৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৮৯৩ জন। যা গতবছর ছিল ৩ হাজার ৮৫১ জন।
 
জিপিএ-৫ প্রাপ্তি: চট্টগ্রামের ২০ শিক্ষা থানার মধ্যে নগরীর কোতোয়ালী থানায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে। এ থানায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮৮ জন। ডবলমুরিং থানায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫৭২ জন, পাঁচলাইশে ১ হাজার ৩৫১ জন, বন্দরে ৯২৮ জন, চান্দগাঁওয়ে ৬৬২, পাহাড়তলীতে ৫৩৯ জন, রাঙ্গুনীয়ায় ৪৭৩ জন, বাঁশখালীতে ৪৫০ জন, হাটহাজারীতে ৪৩৬ জন, পটিয়ায় ৪২৬ জন, ফটিকছড়িতে ৪১৫ জন, রাউজানে ৩৭৫ জন, সাতকানিয়ায় ৩৫১ জন, লোহাগাড়া ৩১৮ জন, মিরসরাইয়ে ৩১৫ জন, সীতাকুণ্ডে ২৮৬ জন, স্বন্দীপে ২৩৭জন, বোয়ালখালীতে ২২৮ জন, চন্দনাইশে ২১১ জন ও আনোয়ারা উপজেলায় ১৯২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
 
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।