ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুরু প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে মেয়র নাছির সহ অতিথিরা

ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আছেন কমোডর এডব্লিউ চৌধুরী বীর উত্তম, বীর বিক্রম। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন পর্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।

মঞ্চে আছেন বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রেসক্লাব সদস্যের সন্তানরা। অনুষ্ঠান সঞ্চালনা করছেন যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।

বিকেলে সাংগঠনিক অধিবেশন এবং শনিবার (৩১ ডিসেম্বর) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ১৫ পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।