ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত

চট্টগ্রাম: নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর পাঁচলাইশ থানার মোমিনবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের এখনো পরিচয় পাওয়া যায় না।

জেলা পুলিশ মেডিকেল টিম-১‘র এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, মোমিনবাগ আবাসিক এলাকার ডা. নাইমের বিল্ডিংয়ে কাজ করার সময় ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হন।
 
পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।