ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা-হেরোইনসহ তিন নারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
ইয়াবা-হেরোইনসহ তিন নারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর সবচেয়ে বড় মাদক স্পট বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সেখানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।

সেখান থেকে ৭ হাজার ইয়াবা ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ।

গ্রেফতার হওয়া তিনজন হলেন, রাশেদা বেগম (৫০), শিরীন আক্তার (৪৫) ও মনোয়ারা বেগম (৪৮)।

তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়েরের কথাও জানিয়েছেন শামীম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।