ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিলিন্ডার বিস্ফোরণে মা ও ২ সন্তান দগ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
সিলিন্ডার বিস্ফোরণে মা ও ২ সন্তান দগ্ধ দগ্ধরা চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার গরিবউল্লাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-একই এলাকার মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা (১৩) ও ছেলে তানজিব (৮)।  

জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, গোলাম মহিউদ্দিন বাবুলের দ্বিতীয় তলার ভাড়া বাসার রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের মা ও ছেলে-মেয়ে দগ্ধ হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ওইসময় তাদের বাসার দরজা বন্ধ ছিল।

পরে স্থানীয়রা বাসার দরজা ভেঙ্গে তাদের চমেক হাসপাতালে নিয়ে আসেন। দগ্ধদের মধ্যে তানজিরার অবস্থা আশংকাজনক। হাসপাতালে তাদের চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।