ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই গ্রুপের সংঘর্ষের সময় দোকান ভাংচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
দুই গ্রুপের সংঘর্ষের সময় দোকান ভাংচুর দু’গ্রুপের সংঘর্ষে দোকান ভাংচুর/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ থানার আমিন জুটমিল এলাকায় ছাত্রলীগ-যুবলীগ নামধারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলার সময়  বেশ কিছু দোকানপাট ভাংচুর করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত এই সংঘর্ষ চলে।

এসময় আমিন কলোনি ও মান্দার টিলার বেশকিছু দোকান ভাংচুর করা হয়।

সংঘর্ষে জড়িয়ে পড়া গ্রুপ দুটি সিটি করপোরেশনের ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর অনুসারী বলে জানা গেছে।

এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্বে আছেন শান্তিনগর এলাকার শেখ রাসেল ও আরেকটি গ্রুপের নেতৃত্বে আছেন মান্দারটিলা এলাকার 'টেনশন' নামের একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলে আসছিল। এর আগেও বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারই অংশ হিসেবে রোববার রাতেও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে দু গ্রুপই স্থানীয় প্রায় ২০টি দোকান ভাংচুর করে।  

এসময় ভয়ে এলাকাবাসীকে এদিক ওদিক দৌঁড়াদৌঁড়ি করতে দেখা গেছে।

পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭ 
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।