ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলের সব নিয়োগ চট্টগ্রামে সম্পন্নের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৮
রেলের সব নিয়োগ চট্টগ্রামে সম্পন্নের দাবি রেলের সব নিয়োগ চট্টগ্রাম থেকে সম্পন্নের দাবি

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলের সব নিয়োগ প্রক্রিয়া চট্টগ্রামে সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক লীগ। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সিআরবিতে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে বক্তারা রেলের খালাসীসহ সকল নিয়োগে রেল পোষ্য ও মুক্তিযোদ্ধা কোটা মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের উন্নয়নে আন্তরিক।

তাই হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন।   কিন্তু এক শ্রেণির সিন্ডিকেটের জন্য রেলের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

সিআরবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম। পরে পূর্বাঞ্চলের জিএম আবদুল হাইয়ের সাথে নেতারা সাক্ষাত করে স্মারকলিপি দেন।  

শ্রমিক নেতাদের উদ্দেশ্যে জিএম আবদুল হাই বলেছেন, রেলের জনবল সংকট কমাতে আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। স্বচ্ছতা রেখেই কাজ সম্পন্ন করবো।

জনবল সংকট কাটাতে চলমান নিয়োগ দ্রুত সম্পন্ন করতে রেলমন্ত্রী মুজিবুল হক নির্দেশ দিয়েছেন জানিয়ে জিএম বলেন, আমরা মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

পাহাড়তলী ওয়ার্কশপ শাখা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম।   

সমাবেশে অন্যান্যেল মধ্যে গাজি মো. জাকারিয়া মিন্টু, শহিদুল ইসলাম, এসএম জাহাঙ্গীর, জামাল উদ্দিন, আবদুল করিম, নুরুজ্জামান, ফজলুল করিম, ছালেহ আহম্মদ, আবুল খায়ের, আবু বক্কর ছিদ্দীকি, আবুল বক্কর, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন সুজন, গাজি শাহজাহান, শফিকুল ইসলাম, মহসিন, জামাল উদ্দিন, অলিউর রহমান, রাইসুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মোখলেছের ছেলের বাসা বরাদ্দ বাতিল

রেল মন্ত্রীর বাসায় নিয়োগ চূড়ান্তের অভিযোগ

বাংলাদেশ সময়: ২১৫৮ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।