ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ্ আমানতের ওয়াশরুমের ঝুড়িতে মিলল ৭ স্বর্ণের বার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ১০, ২০২৪
শাহ্ আমানতের ওয়াশরুমের ঝুড়িতে মিলল ৭ স্বর্ণের বার

চট্টগ্রাম: শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে ৮১৬ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার পাওয়া গেছে। এসব স্বর্ণের বাজার মূল্য ৭০ লাখ টাকা।

শুক্রবার (১০ মে) আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্বর্ণ পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এ চালানটি ধরতে সক্ষম হয়েছে।

 

ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের G9-520 ফ্লাইটে বিমানবন্দরে এসে থাকতে পারে।

উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, মে ১০, ২০২৪
এআর/ টিসি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।