ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাই: ফজলে করিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট চাই: ফজলে করিম রাউজানে পথসভায় আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম: শান্তি ও সমৃদ্ধির জন্য নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিয়ে প্রত্যেক মানুষ লাভবান হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিকল্প নেই।

বুধবার (২৬ ডিসেম্বর) ৭ নম্বর রাউজান ইউনিয়নের হরিশখান পাড়া, রশিদা পাড়া, কেউটিয়া, বড়ুয়া পাড়া, মোহাম্মদপুর, নাতোয়ান বাগিচা, রমজান আলী হাটের পথসভায় আওয়ামী লীগের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী এসব কথা বলেন।

তিনি নবীন-প্রবীণ ভোটারদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার সরকারের উন্নয়নের কারণে এবার রাউজানে নৌকার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।

ইনশাআল্লাহ রাউজানে বিপুল ভোটে আমরা জয়ী হবো।

রাউজানে পথসভায় ফজলে করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা।                                             <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Bg-Fazle220181226161633.jpg" style="margin:1px; width:100%" />পথসভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সহ-সভাপতি মনজুরুল কাদের মঞ্জু, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সিইউজের সাবেক সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি নিরূপম দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক আলমগীর সবুজ, খোরশেদুল আলম শামীম, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, মাহমুদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।

শুকলাল দাশ বলেন, দেশের মানুষ রাউজান নিয়ে গর্ব করে। আমরা বিশ্বাস করি ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন রাউজানের মানুষ।

রাউজানে প্রচারনা চালান বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সৈয়দ মাহমুদুল ইসলাম রানাসহ সদস্যরারাউজান ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দীন হিরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সমাজসেবক মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল, জাপান প্রবাসী মো. মুসা, সাবেক চেয়ারম্যান শাহ আলম, আবদুল জব্বার সোহেল, নজরুল ইসলাম বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, নুরুল আমিন, সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।