ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটারদের ঘরে ঘরে সাবিনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
‘সিংহ’ প্রতীক নিয়ে ভোটারদের ঘরে ঘরে সাবিনা ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সাবিনা খাতুন সাব্বি

চট্টগ্রাম: ডবলমুরিং-পাহাড়তলী (চট্টগ্রাম-১০) আসনে সিংহ প্রতীক নিয়ে জমজমাট প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবিনা খাতুন সাব্বি। প্রতিদিন নিজ নির্বাচনী এলাকায় তিনি পথসভাও করছেন।

তিনি ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করছেন। এলাকার অলিগলি, বাজার, রাস্তার পাশে টাঙানো হয়েছে তার পোস্টার।

এ ছাড়া মাইকিং, হ্যান্ডবিল দিয়ে সাবিনা খাতুনের পক্ষে প্রচারণায় রয়েছেন সমর্থক-কর্মীরাও।

সাবিনা খাতুন চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের একমাত্র নারী প্রার্থী।

 

৩০ ডিসেম্বর ভোটের দিন ভোটাররা তাকে বেছে নেবেন; এমনটাই প্রত্যাশা সাবিনা খাতুনের। তিনি বলেন, একমাত্র নারী প্রার্থী হিসেবে জয়লাভ করে তিনি সংসদ গিয়ে প্রতিনিধিত্ব করতে চান।

‘দেশের উন্নয়ন হলেও নারীরা এখনো বেশ পিছিয়ে। তাই আলাদাভাবে নারীদের নিয়ে কাজ করতে চাই। এ ছাড়া নির্বাচনী এলাকার সবার ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করতে চাই। ’

ডবলমুরিং-পাহাড়তলী আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে ১১৭টি ভোটকেন্দ্রে ৮৪৮টি ভোটকক্ষ রয়েছে।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩১৪। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪০ হাজার ২৫১ ও নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৩ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।