ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৪টি আসনের ব্যালট পেপার এসেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
১৪টি আসনের ব্যালট পেপার এসেছে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে আসা ব্যালট পেপার। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৪টি আসনে নির্বাচনের ব্যালট পেপার এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে এসব ব্যালট চট্টগ্রামে আসে।

তবে প্রার্থী নিয়ে জটিলতার কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ব্যালট পেপার একদিন বিলম্বে আসবে বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হওয়ায় সেখানে কাগজের ব্যালট ব্যবহার হবে না।

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে আসা ব্যালট পেপার।  ছবি: উজ্জ্বল ধরসিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, ‘১৪টি আসনের ব্যালট পেপার এসেছে।

বাকী ১টি আসনের ব্যালট শুক্রবার আসবে। কোতোয়ালীতে ব্যালট ব্যবহার হবে না। ’

নির্বাচনের আগের দিন ব্যালটসহ যাবতীয় সরঞ্জাম প্রতিটি আসনে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জামগুলো পুলিশ পাহারায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।