ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘নৌকা আঁকো’ প্রতিযোগিতায় ১১শ পুরস্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
‘নৌকা আঁকো’ প্রতিযোগিতায় ১১শ পুরস্কার

চট্টগ্রাম: ‘নৌকা আঁকো’ প্রতিযোগিতায় ১ হাজার ১০০টি পুরস্কার ঘোষণা করেছে ‘কক্সবাজার আর্ট ক্যাম্প’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শিশু-কিশোর থেকে শুরু করে যেকোনো বয়সী মানুষ ‘এ ফোর’ সাইজের কাগজে পেন্সিল, কলম বা ইচ্ছেমতো মাধ্যমে নৌকার ছঁবি এঁকে তার ছবি তুলে ‘নৌকা আঁকো’ ফেসবুক পেইজ থেকে ম্যাসেজ বা ই-মেইল অপশনের সাহায্যে পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

আগামী ৩০ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে পাঠানো ছবিগুলো থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে।

নাম, বয়স, মোবাইল নাম্বার লিখে একজন শুধু একটি ছবি পাঠাতে পারবেন।

কক্সবাজার আর্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর সরওয়ার বাংলানিউজকে জানান, স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছি আমরা।

শিশু-কিশোররা যখন প্রতিযোগিতার জন্য নৌকা আঁকবে কিংবা মা-বাবা যখন নৌকা আঁকবে, তখন পুরো পরিবারের মানুষ নৌকার সঙ্গে পরিচিত হবে। তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে।

তিনি জানান, বিজয়ীদের মোবাইল ফোনে পুরস্কার দেয়ার সময় জানিয়ে দেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিও জমকালো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।