শনিবার (১৪ ডিসেম্বর) এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ইউএনডিপি’র সহযোগিতায় বাস্তবায়িত সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আর্থ-সামাজিক উন্নয়ন অনুদান প্রদান অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নগরের ২৪টি ওয়ার্ডের ৪০০ সিডিসির ৫ হাজার ৮৮৪ জনকে ৪ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা আর্থ-সামাজিক অনুদান দেয়া হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কর্মমুখী দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ, শিক্ষা উপবৃত্তি ও পরিবারের আয় বৃদ্ধির জন্য ক্ষুদ্র ব্যবসা নগরের দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকার মাধ্যমে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেন সিটি মেয়র।
মেয়র বলেন, এসডিজি অর্জনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের আগেই বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। এ প্রকল্পের ৫টি কম্পোনেন্ট রয়েছে। এর মধ্যে আজকে ১টি কম্পোনেন্ট এর আওতায় ৫ হাজার ৮৮৪ জন পরিবারকে আর্থ-সামাজিক অনুদান দেয়া হয়েছে। অন্য কম্পোনেন্ট এর আওতায় জলবায়ু সহিষ্ণু ভৌত অবকাঠামো উন্নয়ন, দরিদ্র বসতি এলাকায় আবাসন উন্নয়ন ও নিজস্ব পুঁজি গঠনের মাধ্যমে আয়বৃদ্ধিমূলক কাজ রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন এলআইইউপিসি’র সদস্য সচিব ও চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলআইউপিসির প্রকল্প পরিচালক আবদুল মান্নান। বক্তব্য দেন কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, ডাচ-বাংলা ব্যাংকের আবদুল্লাহ আল মামুন ও সিডিসির সভাপতি কোহিনুর আক্তার।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
জেইউ/এমআর/টিসি