ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঋণ জটিলতায় বাতিল বাবলুর মনোনয়নপত্র

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ঋণ জটিলতায় বাতিল বাবলুর মনোনয়নপত্র

চট্টগ্রাম: চট্টগ্রাম- ৮ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলু এবং গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরীর মনোনয়ন বাতিল হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

তিনি বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি একজনের ব্যাংক ঋণের গ্যারেন্টার ছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়।
কিন্তু ঋণ পরিশোধ করেছেন তিনি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন।

তিনি বলেন, গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ করেননি। ফলে তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে।

গত ১২ ডিসেম্বর ছিল বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। রোববার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।

বাংলাদেশ সময় ১৪২৫ ডিসেম্বর ১৫, ২০১৯
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।