রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বাংলানিউজকে বলেন, জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি বলেন, গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ করেননি। ফলে তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে।
গত ১২ ডিসেম্বর ছিল বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। রোববার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।
বাংলাদেশ সময় ১৪২৫ ডিসেম্বর ১৫, ২০১৯
এমএম/টিসি