প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার পাইপ ফেটে প্রচুর পানি বেরিয়ে পড়লে পুরো সড়ক পানিতে ডুবে যায়। খবর পেয়ে ওয়াসার লোকজন ত্রুটি সারাতে চেষ্টা করলেও পাইপে থাকা সব পানি বের না হওয়া পর্যন্ত তা সম্ভব হয়নি।
তবে ওয়াসা কর্তৃপক্ষ এ দুর্ঘটনার জন্য দুষছে বিটিসিএল কর্তৃপক্ষকে।
জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বাংলানিউজকে বলেন, বিটিসিএলের লাইন স্থাপনের জন্য সড়কের নিচে ড্রিল করার সময় ওয়াসার ৭০০ মিলিমিটার ব্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে। এরপর সব পানি বের হয়ে যায়। আশাকরি আজই ত্রুটি সারাতে পারবো আমরা।
তিনি বলেন, পানির লাইন ফুটো না হয়ে যদি গ্যাসের লাইন ফুটো হতো তবে বড় দুর্ঘটনা ঘটতো।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এআর/এসি/টিসি