চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনারটি আটক করেছেন।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্রে জানা গেছে, ‘জাকার্তা ব্রিজ’ নামের একটি জাহাজে আমাদানিকারক আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডের নামে কনটেইনারটি বন্দরে আসে।
রোববার (২৫ ডিসেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন ও জেটি/স্ক্যানিং বিভাগের ডেপুটি কমিশনার সুলতান মাহমুদ, বন্দর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কনটেইনারটি কায়িক পরীক্ষার জন্য খোলা হয়। এ সময় কনটেইনারটি খালি পাওয়া যায়।
মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে জানান, বিষয়টি ডিপোর প্রতিনিধির মাধ্যমে আমদানিকারককে অবহিত করা হয়েছে। কাস্টম আইন অনুযায়ী পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক ভাবে এটি মানি লন্ডারিং বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এআর/টিসি