ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন অসুস্থ সাংবাদিককে দেখতে গেলেন ইকবাল সোবহান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
তিন অসুস্থ সাংবাদিককে দেখতে গেলেন ইকবাল সোবহান কবি অরুণ দাশগুপ্ত ও আবদুস শুক্কুরের শয্যাপাশে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

চট্টগ্রাম: নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ সাংবাদিক কবি অরুণ দাশগুপ্ত, আবদুস শুক্কুর ও বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধরকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী তাদের দেখতে যান।

এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শহীদ উল আলম, প্রবীণ সাংবাদিক নুরুল আমিন, খোরশেদ আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলানিউজের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট উজ্জ্বল ধরকে দেখতে যান প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীইকবাল সোবহান অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার খোঁজ নেন এবং তাদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন।     

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।