নিহতের নাম রূপন দাশ (৪২)। তিনি স্থানীয় মৃত ধীরেন্দ্র দাশের ছেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সূর্যব্রত বিলে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, কৃষক রূপন দাশ ভোরে বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে গত এক মাসে উপজেলায় হাতির আক্রমণে চারজনের মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসি/টিসি