সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, ‘দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূ-খণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
তিনি বলেন, এই ঋতুতে সমাজের গরীব, অসহায়, এতিম ও হতদরিদ্র মানুষগুলো দারিদ্রতার কারণে শীত মোকাবেলা করতে হিমশিম খায়। শীতবস্ত্রের অভাবে শীতে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের এই আয়োজন।
অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া-মুনাজাত ও তাদের অবদানের ওপর আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সিটি গেইট আকবরশাহ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাবেক মেয়র মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন সুলতান আহাম্মদ, মোহাম্মদ লোকমান আলী, কাজী আলতাফ হোসেন, মো. অব্দুল কাদের, শফিউল আলম, আমানত উল্লাহ, জাহিদুল হক, ডালিম আচার্য্য, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মো. আবু ছগির, কাজী মাহবুবুর রহমান, লায়লা নাজনীন রব, অসীম চক্রবর্তী, নেছার আহমদ, শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার, অধ্যক্ষ মাওলানা মো. ফরিদুল আলম রিজভী, ছাত্রনেতা মো.মিজানুর রহমান জনি, সামির আকাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসি/টিসি