সোমবার (১৬ ডিসেম্বর) চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক এলাকা, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ও হালিশহর থানার বউবাজার এলাকায় পৃথক তিন দুর্ঘটনায় মারা যান এসব ব্যক্তি।
তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
এদের মধ্যে আবদুর রহিম পাহাড়তলী দক্ষিণ কাট্টলী এলাকায় গাছ থেকে পড়ে, রাকিব হালিশহর বউবাজার এলাকায় বাসের ধাক্কায় ও অজ্ঞাত নারী ট্যাংকারের ধাক্কায় মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, চান্দগাঁও, পাহাড়তলী ও হালিশহর এলাকায় পৃথক তিন ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আবদুর রহিম পাহাড়তলী দক্ষিণ কাট্টলী এলাকায় গাছ থেকে পড়ে, রাকিব হালিশহর বউবাজার এলাকায় বাসের ধাক্কায় ও চান্দগাঁও কালুরঘাট বিসিক এলাকায় অজ্ঞাত নারী ট্যাংকারের ধাক্কায় মারা যান। অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
এসকে/টিসি