খাতুনগঞ্জ ডাল মিল সমিতির সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মহিম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পাঁচ ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা দুইটায় চাক্তাই নতুন মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মহিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
এক শোকবার্তায় তিনি মহিমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এআর/টিসি