এর পর বিএনসিসি ক্যাডেটদের কুজকাওয়াজ পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানসহ অন্যরা।
ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ও পরিকল্পনায় আয়োজিত বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচিতে ছিল আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, রচনা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রকাশ, পিঠা উৎসব, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠান।
ইউনিভার্সিটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানসহ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
জেইউ/টিসি