ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অভিবাসী কর্মীদের কারিগরি শিক্ষা অবশ্যই দরকার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
অভিবাসী কর্মীদের কারিগরি শিক্ষা অবশ্যই দরকার আন্তর্জাতিক অভিবাসী দিবসের র‌্যালি

চট্টগ্রাম: বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ কর্মী বিদেশে বৈধভাবে কর্মরত রয়েছে। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তারা ন্যায্য পাওনা পাচ্ছে না। সরকারও আশানুরূপ রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে যোগ্য প্রমাণ করতে হলে অভিবাসী কর্মীদের কারিগরি শিক্ষা অবশ্যই দরকার ।

বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আন্তর্জাতিক অভিবাসী দিবসে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ এর সামনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অভিবাসী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে’।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা টিটিসির অধ্যক্ষ আশরিফা তাজরিন, বিকেটিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওরিন সুলতানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মাহিন্দ্র চাকমা, এনআরবি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি এমদাদ উল্লাহ প্রমুখ।

এর আগে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ থেকে বর্ণাঢ্য র্যা লি বের করা হয়।

এরপর অভিবাসী তথ্য মেলা, বিতর্ক প্রতিযোগিতা, প্রবাসীকর্মীর সন্তানদের শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃক প্রবাসী কর্মীদের আগমনী ও বিদায় অভ্যর্থনাসহ নানা কর্মসূচি ছিল।

মোহাম্মদ জহিরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন, প্রতি উপজেলা থেকে ১ হাজার দক্ষ কর্মী বিদেশে পাঠাবেন। সে লক্ষ্যে সরকার কাজ করছে। দেশে অনেক যুবক বেকার রয়েছে। আগামী ২০৩৫ সালের মধ্যে এদের কর্মক্ষম করতে হবে। এর ব্যত্যয় ঘটলে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হওয়া সম্ভব হবে না এবং দেশের উন্নয়নও স্থবির হয়ে পড়বে।

এবার প্রবাসীকর্মীর সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ১৪ জনকে শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী তিনজন প্রবাসীকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।