ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের নতুন এসপি এসএম রশিদুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
চট্টগ্রামের নতুন এসপি এসএম রশিদুল হক পুলিশ সুপার এসএম রশিদুল হক

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) পদে লালমনিরহাটের এসপি এসএম রশিদুল হককে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

এর আগে ২০১৬ সালের ১৯ জুলাই থেকে এসএম রশিদুল হক লালমনিরহাট পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

একই আদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আবদুল ওয়ারীশকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং উপ-কমিশনার হারুন উর রশিদ হাযারীকে পুলিশ সদর দফতরের টিঅ্যান্ডআইএমের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।  

২০০৩ সালে ২১তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন এসএম রশিদুল হক।

২০১৮ সালের ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ পান তিনি।

২০১৬ সালের ২০ জুলাই থেকে চট্টগ্রামের পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেন নুরেআলম মিনা। সম্প্রতি তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তাকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।