নগরের সবচেয়ে প্রাচীন পাথরঘাটার পবিত্র রানি জপমালার গির্জায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় বড়দিনের প্রথম প্রার্থনা হবে। ইংরেজিতে অনুষ্ঠিত এ প্রার্থনায় পৌরহিত্য করবেন ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনো।
রাত ১২টায় বাংলায় বড়দিনের প্রার্থনায় পৌরহিত্য করবেন আর্চবিশপ মজেজ কস্তা। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বড়দিনের তৃতীয় প্রার্থনা অনুষ্ঠিত হবে।
কারিতাসের আঞ্চলিক প্রধান জেমস গোমেজ বাংলানিউজকে বলেন, বড়দিনকে ঘিরে খ্রিষ্টপল্লিতে নিরাপত্তা জোরদার করেছে র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের পাথরঘাটা, জামালখান, পাহাড়তলী, ওআর নিজাম রোড, জুবিলি রোডসহ বিভিন্ন স্থানে ২০টি গির্জা রয়েছে। সেখানে বড় দিনের প্রার্থনা হবে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, অনেক আগে থেকে খ্রিষ্টপল্লি ও গির্জা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য আকস্মিক চেকপোস্ট বসানো হচ্ছে সড়কে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি বিপুলসংখ্যক সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করছেন বড়দিন সামনে রেখে।
বড়দিনের সাজে রেডিসন ব্লু চট্টগ্রাম
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ ইতিমধ্যেই সেজেছে বড়দিনের সাজে। হোটেলের লবিতেই দেখা হয়ে যাচ্ছে সান্তা ক্লজের রেইনডিয়ার ও স্নোম্যানদের সঙ্গে। পুরো হোটেলের বিভিন্ন জায়গায় আছে অগণিত ক্রিস্টমাস ট্রি, হোটেলের দেশি বিদেশি অতিথিরা ব্যস্ত এ সাজের মাঝে আগত বড়দিনের আমেজ খুঁজে নিতে।
বড়দিন উপলক্ষে মাত্র ১২ হাজার ২৫ টাকায় থাকছে নগরের একমাত্র পাঁচতারকা হোটেলটিতে থাকার প্যাকেজ যাতে অতিথিরা পাচ্ছেন ফ্রি বুফ্যে ব্রেকফাস্ট এবং ডিনার। বড়দিনকে কেন্দ্র করে হোটেলের রন্ধন শিল্পীরাও নানা চমক সৃষ্টিতে ব্যস্ত আছেন। বিস্তারিত ফোনে (+৮৮০১৭৭৭৭০১২২২) জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এআর/টিসি