এর মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম ও অষ্টম, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চম এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক শাখা) পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে ভর্তির ফল রয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এসব স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজিয়েট স্কুলে এবার ৫ম শ্রেণিতে ভর্তির জন্য ৩ হাজার ৪৩২ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩০০ জন শিক্ষার্থী।
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে (বালক) ৫ম শ্রেণিতে ভর্তির জন্য ১ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৩৩৬ জন। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য ২ হাজার ৩১৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২২৫ জন। ৮ম শ্রেণিতে ভর্তির জন্য ৪১১ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ৩৯১ জন।
অন্যদিকে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ভর্তির জন্য ৩ হাজার ৮০৬ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৬৯৫ জন। অনুপস্থিত ছিলো ১১১ জন।
নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় খ গ্রুপে রয়েছে। মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা) রয়েছে গ গ্রুপে।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এআর/টিসি