মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।
জরিমানার আদেশপ্রাপ্ত ছয় ইটভাটা হলো- লোহাগাড়া উপজেলার মেসার্স খাজা ব্রিকস, মেসার্স বার আউলিয়া ব্রিকস, মেসার্স আকতারিয়া ব্রিকস, মেসার্স এ এইচ ব্রিকস, মেসার্স মজিদিয়া ব্রিকস এবং মেসার্স আরব ব্রিকস।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বাংলানিউজকে বলেন, পরিবেশ ছাড়পত্র বিহীন ইটভাটা পরিচালনার দায়ে লোহাগাড়া উপজেলার ছয় ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসকে/টিসি