ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বড়দিন উপলক্ষে নগরে নিরাপত্তা জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
বড়দিন উপলক্ষে নগরে নিরাপত্তা জোরদার পুলিশের চেকপোস্ট

চট্টগ্রাম: খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রাম নগরে। গির্জাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় চলছে পুলিশের চেকপোস্ট।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে নগরের জামালখান, পাথরঘাটা, গণিবেকারি মোড়, বাকলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বাংলানিউজকে বলেন, বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জামালখান, পাথরঘাটা, গণিবেকারি মোড়, বাকলিয়া এলাকাসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

র‌্যাবের টহল দল

জামালখান, পাথরঘাটাসহ নগরের গির্জাগুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নোবেল চাকমা।

এছাড়া নগরের বিভিন্ন এলাকায় র‌্যাবের টহল জোরদার করা হয়েছে বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান।

চট্টগ্রাম নগরে র‌্যাবের আটটি টহল টিম কাজ করছে বলে জানান এএসপি মো. মাশকুর রহমান।

বুধবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে অনুষ্ঠান বড়দিন উদযাপন হবে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।