ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের জোয়ার এসেছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
‘চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের জোয়ার এসেছে’ চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থীর গণসংযোগ

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে অলিগলিতে ধানের শীষের জোয়ার এসেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবেন।

বুধবার (২৫ ডিসেম্বর ) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

মাহাবুবের রহমান শামীম বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যদিও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি।
তারা ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে নিয়েছিল।

পরে আবু সুফিয়ানের সমর্থনে ৪৩ নম্বর আমীন শিল্পাঞ্চল ওয়ার্ডের আমীন জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মোহাম্মদ নগর, বাস্তহারা, নবীনগর, আলীনগর, হিলভিউ আবাসিক, হামজারবাগ, আতুরার ডিপো হয়ে রউফাবাদ এলাকায় গণসংযোগ করেন মাহাবুবের রহমান।

আবু সুফিয়ান বলেন, এ নির্বাচন হচ্ছে মানুষের অধিকার আদায়ের একটি অংশ। জনগণের ভোটের অধিকার বার বার হরণ করা হয়েছে। গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। সরকার বিএনপিকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে। কিন্ত বিএনপিকে ধ্বংস করতে পারেনি বরং বিএনপি অতীতের চেয়ে আরো শক্তিশালী হয়েছে।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রতীক। ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। কিন্ত সরকার বার বার জনগণের ভোট লুট করে নিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করছে। আমরা এবার সাংগঠনিক শক্তি নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি।

আমীন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট এফএ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ইদ্রিস মিয়া , নগর বিএনপির সহ-সভাপতি ইকবাল চৌধুরী, এসএম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আরইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সহ-সাধারণ সম্পাদক জিএম আইয়ুব খান, প্রশিক্ষণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।